চাঁপাইনবাবগঞ্জে টমেটোর ঝুড়িতে ১০ কোটি টাকার হেরোইন
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ জেলায় গোমস্তাপুরে ১০ কেজি হেরোইন পাচারকালে আবদুল আলীম নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার এলাকা থেকে আলীমকে হেরোইনসহ গ্রেফতার করা হয়। আটককৃত আবদুল আলীম ভোলাহাট উপজেলার তাঁতীপাড়া গ্রামের সামির উদ্দিনের ছেলে। অভিযান চালিয়ে টমেটোর ঝুড়িতে করে
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার সজল কুমার সরকার (এএসপি) জানান, গোমস্তাপুরের রহনপুর থেকে সড়ক পথে অটো রিকশায় টমেটোর ঝুড়িতে করে ১০ কেজি হেরোইন নিয়ে ভোলাহাট যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী আলীম। গোপন খবরের ভিত্তিতে বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকা থেকে তাকে ১০ কেজি হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিম জানিয়েছেন, হেরোইনসহ টমাটোর ঝুড়ি তিনি ভোলাহাট থেকে ঢাকাগামী নৈশ কোচে পাচার করতেন। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।