চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার,৪ টি বিদেশী পিস্তল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যাক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার সন্তোষপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সৈয়ব আলী ( ৩৮) । এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানায়।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক এ.টি.এম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপরেশন পরিচালনা করে ভোলাহাট থানার ছোটজামবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় ৪ টি বিদেশী পিস্তল, ১ টি ওয়ার শুটার গান, ৮ টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় অস্ত্র আইনের মামলা করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।