চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বীরাঙ্গনা রাহেলা বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের বীরাঙ্গনা রাহেলা বেগম ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার ভোরে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ন‘রশিয়া গ্রামে ইন্তেকাল করেন।

তিনি মৃত আয়েজউদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে রাহেলা বেগমের বয়স হয়েছিল ৮৫ বছর। পরে বিকেল চারটার দিকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাহেলা বেগম ও আয়েজউদ্দিনের তিন ছেলে ও চার মেয়ে।

বীরাঙ্গনাদের প্রথম স্বীকৃতিতে চাঁপাইনবাবগঞ্জের ঘোষিত ১১ বীরঙ্গনার মধ্যে ৯ জনই হলেন গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের। এ ইউনিয়নের নরশিয়া,চকমজুমদার,সাহাপুর এলাকায় বেশী হত্যাযঙ্গ,বাড়িঘর পুড়িয়ে দেয়া ও সম্ভ্রমহানির ঘটনা ঘটায় পাকিস্থানি বাহীনি ও রাজাকাররা। একাত্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও বোয়ালিয়া এলাকায় সবচেয়ে বেশী যুদ্ধ সংঘঠিত হয়। এসব এলাকায় সমভ্রম হারানোদের সংখ্যা কয়েক‘শ। অনেকেই লজ্জার ভয়ে মূখ খোলেনি আজও।

মন্ত্রীসভায় অনুমোদনের পর গত ২০১৫সালের ১২ অক্টোবর প্রকাশিত গেজেটে ৪১ বীরাঙ্গনার তালিকা প্রকাশ হয়। এরমধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জের ১১ জনের নাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button