খেলাধুলা
৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট
চলমান ডেস্ক: শনিবার থেকে মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজের একমাত্র টেস্টের জন্য টিকেটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ৫০ ও সর্বোচ্চ ৫০০ টাকায় পাওয়া যাবে টেস্টের টিকেট।
গ্র্যান্ড স্ট্যান্ডের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউজের টিকেটের মূল্য ২০০ টাকা।
সাউদার্ন এবং নর্দার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৮০ টাকা। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৫০ টাকা। এটিই টেস্টের সর্বনিম্ন মূল্য।