খেলাধুলা

শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

সংবাদ চলমান ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট দিয়ে মুজিববর্ষের কার্যক্রম শুরু করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। বাংলাদেশ বনাম ফিলিস্তিনের মধ্যকার ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো ৬ জাতির এ টুর্নামেন্ট। শুরুতেই সাবেক চ্যাম্পিয়ন ফিলিস্তিনির কাছে ২-০ গোলের হার দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন শুরু করলো জামাল ভূঁইয়ার দল।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় ফিলিস্তিনের বিপক্ষে শুরুতে প্রভাব বিস্তার করে খেলে বাংলাদেশ। কিন্তু গোল আদায় করে নিতে পারেনি। এদিকে নিজেদের গুছিয়ে ২৯ মিনিটের মাথায় লিড নেয় ফিলিস্তিন।

রক্ষণভাগের ভুলে পাল্টা আক্রমণে গোল পায় ফিলিস্তিন। ফিলিস্তিনের রক্ষণভাগের খেলোয়াড় ওদয় খারুব বাংলাদেশের দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ের মাঝ দিয়ে পাস দেন খালেদ সালেমকে। সালেম একা পেয়ে যান বাংলাদেশের গোলরক্ষক রানাকে। তাকে সহজেই পরাস্ত করে বল জালে পাঠান।

৩২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এ সময় রায়হান হাসানের থ্রো ফিলিস্তিনের রক্ষণভাগের খেলোয়াড়ের মাথায় লেগে ডানদিকে চলে যায়। সেখানে ছিলেন তপু বর্মন। কিন্তু তার নেয়া শট বারের পাশ দিয়ে বাইরে চলে যায়। তাতে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে জেমি ডে’র শিষ্যরা।

বিরতি থেকে ফিরে ৫৮ মিনিটে ব্যবধান বাড়ায় ফিলিস্তিন। এ সময় ডানদিক থেকে মোহাম্মদ দারউশের লম্বা পাসে ডি বক্সের মধ্যে বল পেয়ে যান লাইথ খারুব। তাকে রুখতে পারেননি ইয়াসিন খান। ঘুরে শট নিয়ে জালে পাঠান খারুব। ২-০ গোলে এগিয়ে যায় ফিলিস্তিন।

৬৫ মিনিটে মতিন মিয়াকে তুলে রবিউল হাসানকে মাঠে নামায় আক্রমণের ধার বাড়াতে। ৭৮ মিনিটে মামুনুল ইসলাম মামুনকে উঠিয়ে নামানো হয় ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলকে। আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা আর পায়নি বাংলাদেশ। তাতে জয়টাও অধরা থাকে জেমি ডে’র শিষ্যদের। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের বিপক্ষে এই নিয়ে পাঁচবার মাঠে নেমে চারবার হারলো বাংলাদেশ।

স্বাগতিক বাংলাদেশ আগামী ১৯ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে। টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পর্বে একে অপরের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দু’টি দল শেষ চারে খেলবে। গত আসরে টুর্নামেন্টের শিরোপা লাভ করেছিল মধ্যপ্রাচ্যের দল ফিলিস্তিন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button