মেসির ৬ষ্ঠ ব্যালন ডি’অর, রোনালদো চতুর্থ!
সংবাদ চলমান ডেস্ক : ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জয় করেছেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি। তালিকার চারে আছে পর্তুগিজ তারকা রোনালদো। এমনই একটি ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও সোমবার রাতে চূড়ান্ত ঘোষণা আসবে—কার হাতে উঠবে ফিফা ব্যালন ডি’অর-২০১৯।
পাঁচবার ব্যালন ডি’অর জয় করা মেসি আছেন ষষ্ঠ পুরস্কারের অপেক্ষায়। তবে শক্তভাবে লড়াইয়ে আছেন লিভারপুলের হয়ে দুর্দান্তভাবে ২০১৮-১৯ মৌসুম কাটানো ভার্জিল ফন ডাইক।
মিডিয়াসেট ইতালিয়া একটি ছবি প্রকাশ করেছে, তাদের দাবি ছবিটা ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৪৪৬ পয়েন্ট নিয়ে জয়ী মেসি। ৩৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফন ডাইক এবং ১৭৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনে লিভারপুলের আরেক তারকা মোহামেদ সালাহ।
মেসির চেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছেন জুভেন্টাসে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো। চতুর্থ স্থানে থাকা রোনারদোর পয়েন্ট ১৩৩। এর পরের স্থানগুলোতে যথাক্রমে আছেন সাদিও মানে, অ্যালিসন বেকার, কিলিয়ান এমবাপ্পে, ম্যাথায়াস ডি লিট ও এডেন হ্যাজার্ড।
যদিও প্রকাশিত ছবিটি সত্য নাকি নকল তা নিশ্চিত করা সম্ভব হয়নি।