সংবাদ সারাদেশ

সুনামগঞ্জে হিন্দু গ্রামে হামলা: প্রধান আসামী যুবলীগ নেতা আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দুদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আলোচিত ইউপি সদস্য ও যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট।

শনিবার (২০ মার্চ) ভোর রাত সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের গুড়াভুই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান জানিয়েছেন।

তিনি বলেন, ভোর রাতে শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুলাউড়া থেকে পিবিআইয়ের সিলেট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে সিলেট পিবিআই কর্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে স্বাধীন মেম্বার গণমাধ্যমকর্মীদের গ্রেফতারের আগে মুঠোফোনে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে চান বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগ তুলে তার সমর্থকরা (১৭ মার্চ) সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। তবে কেউ হতাহত হননি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button