ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তান বা বাংলাদেশ কেউই জয় পায়নি, জয় হলো বৃষ্টির। এ কারণে ফাইনালের বল মাঠেই গড়ায় নি। হতাশ হতে হলো সবাইকে।
আর সেজন্য শিরোপা ভাগাভাগি করেই শান্ত থাকতে হলো দু’দলকে। এতে হতাশ হলেন দুই দলের ক্রিকেটাররা। বিশেষ করে সাকিব আল হাসান।
বাংলাদেশ অধিনায়কের হতাশা ঝরল পুরস্কার বিতরণী মঞ্চে, ‘আমাদের জন্য ম্যাচটি ছিল হতাশার। আমরা ভালো কয়েকটি ম্যাচ খেলে ফাইনালে এসেছিলাম। আমি মনে করি দুই দলই ফাইনাল খেলতে না পেরে হতাশ।’
টিকিট কেটে মাঠে আসা দর্শকদের জন্য পুড়ছেন সাকিব। বৃষ্টি মাথায় নিয়ে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় হাজার দশেক দর্শক। তাদের কথা বলতে গিয়ে সাকিব বলেন, ‘দর্শকদের জন্য দিনটি হতাশার। তারা অনেক আশা নিয়ে ম্যাচটি দেখতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য ম্যাচটিই হলো না। আসলে বৃষ্টির ওপর আমাদের কোনো হাত নেই।
আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানও একই কথা বললেন, ‘দর্শকদের দেখে আমি অভিভূত। আমরা অবশ্যই মাঠে খে
লতে চেয়েছিলাম এবং ফল পেতে মুখিয়ে ছিলাম। কিন্তু প্রকৃতির ওপর আমাদের কারো কোনো হাত নেই। আমরা টেস্টের পর প্রথম দুই টি-টোয়েন্টিতে যেভাবে পারফর্ম করেছি, তা সত্যিই দারুণ ছিল। ছেলেদের প্রত্যেককে দেখে ভালো লেগেছে।’
সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ বলেছেন একই কথা, ‘গ্যালারিতে অনেক শিশুকে দেখেছি। অনেকেই পরিবার নিয়ে এসেছেন। বৃষ্টি থামার অপেক্ষায় ছিলেন তারা। তাদের জন্য হলেও ম্যাচটা দরকার ছিল। তবে বৃষ্টিতে খেলা না হওয়ায় আমরা সবাই হতাশ। ’
ফাইনালের জন্য ছিল না কোনো রিজার্ভ ডে। আর এ জন্য বাইলজ অনুযায়ী দু’দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করতে হয়।