টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী
সংবাদ চলমান ডেস্কঃ বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্ব শুরু হচ্ছে আজ। এ পর্বে প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এ ম্যাচে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুর অধিনায়ক শেন ওয়াটসন।
এর আগে মুখোমুখি হওয়া ম্যাচে ৪৭ রানের বড় জয় পেয়েছে রংপুর। এ জয়ের আত্মবিশ্বাস নিয়েই রাজশাহীর মুখোমুখি হচ্ছে তারা। আট ম্যাচে ৩ জয় ও পাঁচ হারে ছয় পয়েন্ট অর্জন করেছে শেন ওয়াটসনের দল। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট রাজশাহীর। পয়েন্টের দিক দিয়ে টেবিলের চারে আছে আন্দ্রে রাসেলের দল। তবে দ্বিতীয় স্থানে থাকা খুলনাও ১০ পয়েন্ত অর্জন করেছে। রান রেট কম থাকায় পিছিয়ে আছে রাজশাহী।
ম্যাচটি সরাসরি দেখা যাবে মাছরাঙা ও গাজী টিভির পর্দায়। এছাড়া ইউটিউবে র্যাবিটহোল বিডি ডট কমে লাইফ স্ট্রিমিং করেও ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
রাজশাহী রয়্যালস সম্ভাব্য একাদশ: লিটন দাস, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম রাব্বি।
রংপুর রেঞ্জার্স সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাইম, শেন ওয়াটসন (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, মোহাম্মদ নবী, জহুরুল ইসলাম, ফজলে মাহমুদ, আরাফাত সানি, আল-আমিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।