খেলাধুলা

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন আকবররা

চলমান ডেস্ক: বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মাঠে নামবে জিম্বাবুয়ে। বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৯টায়।সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন এই প্রস্তুতি ম্যাচে।

বিসিবি একাদশের হয়ে খেলবেন একঝাঁক তরুণ খেলোয়াড়। যারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দেশের হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করেছেন। যুবাদের মধ্য থেকে বিসিবি একাদশে ডাক পেয়েছেন ৬ ক্রিকেটার। অধিনায়ক আকবর আলী ছাড়াও মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন ও পারভেজ হোসেন ইমন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলবেন।

এছাড়াও নাঈম শেখ ও আমিনুল বিপ্লবরাও খেলবেন এ প্রস্তুতি ম্যাচে। আগের সিরিজে ভালো ফলাফল করায় বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচে শেষবারের মতো ঝালিয়ে নেয়াই মূল লক্ষ্য সফরকারীদের।

সফরের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে মিরপুরে ২২ ফেব্রুয়ারি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button