খেলাধুলা
গেইল কবে আসছেন, জানালো চট্টগ্রাম
সংবাদ চলমান ডেস্ক : অনেক নাটকীয়তা শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আসা নিশ্চিত হয় ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের। গ্রুপপর্বে চট্টগ্রাম এরইমধ্যে সাতটি ম্যাচ খেলে ফেললেও এখনো দেখা যায়নি গেইলকে। তবে চট্টগ্রাম সমর্থক ও ক্রিকেট অনুরাগীদের সুখবর। জানুয়ারির প্রথম সপ্তাহেই আসছেন এই টি-টোয়েন্টির ফেরিওয়ালা।
সব ঠিকঠাক থাকলে আগামী ৫ জানুয়ারি ঢাকা আসছেন ক্রিস্টোফার হেনরি গেইল। খবরটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যানেজার ফাহিম মুন্তাসির সুমিত।
গেইল আসার পর গ্রুপপর্বে মাত্র দুটি ম্যাচ খেলবে চট্টগ্রাম। ৭ জানুয়ারি ও ১১ জানুয়ারি রাজশাহী রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে চট্টলার দলটি। আশা করা যায়, সে দুই ম্যাচে গেইলের খেলা উপভোগ করতে পারবে ভক্তরা।
এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্টগ্রাম পরের রাউন্ডে উঠলে পরের ম্যাচগুলোও খেলতে পারবেন গেইল