খেলাধুলা

এসএ গেমসের সপ্তম স্বর্ণপদক এলো ফেন্সিংয়ে

সংবাদ চলমান ডেস্ক :  তিন তিনটি স্বর্ণপদক লাভ করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। মাবিয়া-জিয়ারুলের পর স্বর্ণ জিতলেন ফাতেমা মুজিব। এসএ গেমসে এবারই প্রথম যোগ হয়েছে ফেন্সিং ডিসিপ্লিন। কাঠমান্ডুর কৃতিপুরে মেয়েদের ফেন্সিংয়ের সাবরে এককে প্রথম হয়ে স্বর্ণপদক গলায় ঝুলান ফাতেমা।

এর আগে দিনের শুরুতে দাপুটে পারফরম্যান্সে ভারোত্তোলনে একটি রেকর্ডও গড়ে ফেলেছেন মাবিয়া-জিয়ারুল। এবারই প্রথম ভারোত্তোলনে লাল-সবুজের প্রতিনিধিরা একাধিক স্বর্ণ জিতলেন।

পোখরায় পুরুষদের ৯৬ কেজি ওজন শ্রেণীর স্ন্যাচে ১২০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১৪২ কেজি, সব মিলিয়ে ২৬২ কেজি উত্তোলন করে প্রথম হন জিয়ারুল। নেপালের বিশাল সিং (সব মিলিয়ে ২৪৭ কেজি তুলে) রুপা ও ভুটানের কিনলে গাইয়েলতসেন (সব মিলিয়ে ১৭০ কেজি তুলে) ব্রোঞ্জ জিতেছেন।

জিয়ারুলের আগে মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণীর স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি, সব মিলিয়ে ১৮৫ কেজি তুলে সেরা হন মাবিয়া।

গত এসএ গেমসে বাংলাদেশ সবমিলিয়ে সোনা জিতেছিল চারটি। এদিকে আসরের কয়েক দিন বাকি থাকতেই পদক জয়ে গতবারকে ছাড়িয়ে গেলো বাংলার অ্যাথলেটরা।

ভারোত্তোলনেই ৮১ কেজিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জোহরা খাতুন নিশা। এছাড়া ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্যপদক পেয়েছে বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী এবং সৈয়দা আতকিয়া হাসান দিশা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button