খেলাধুলা

আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ

আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ

 

খেলা ডেস্কঃ
ত্রিদেশীয় টি২০ সিরিজে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুজিব উর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ১ বল বাকি থাকতেই ১৩৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। টাইগারদের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া সাব্বির করেন ২৪ রান। মুজিব ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।

বরিবার শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সফরকারীরা। নবী ৫৪ বলে ৭টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৮৪ রানের হার না মানা ইনিংস উপহার দেন। এছাড়া আসগর আফগান করেন ৩৭ বলে ৪০ রান। আফগানের ইনিংসটি ২টি ছক্কা ও ৩টি চারে সাজানো।

টাইগারদের পক্ষে সাইফ উদ্দিন ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪টি উইকেট লাভ করেন। বাকি ২টি উইকেট পান সাকিব আল হাসান। তিনি দেন ১৮ রান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button