খেলা ডেস্কঃ
ত্রিদেশীয় টি২০ সিরিজে আফগানিস্তানের কাছে ২৫ রানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুজিব উর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ১ বল বাকি থাকতেই ১৩৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। টাইগারদের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৪৪ রান করেন। এছাড়া সাব্বির করেন ২৪ রান। মুজিব ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন।
বরিবার শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে সফরকারীরা। নবী ৫৪ বলে ৭টি বিশাল ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৮৪ রানের হার না মানা ইনিংস উপহার দেন। এছাড়া আসগর আফগান করেন ৩৭ বলে ৪০ রান। আফগানের ইনিংসটি ২টি ছক্কা ও ৩টি চারে সাজানো।
টাইগারদের পক্ষে সাইফ উদ্দিন ৪ ওভারে ৩৩ রান খরচায় ৪টি উইকেট লাভ করেন। বাকি ২টি উইকেট পান সাকিব আল হাসান। তিনি দেন ১৮ রান।