খেলাধুলা

আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

সংবাদ চলমান ডেস্ক : আগামী বছরের এপ্রিলে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ আসর। এর প্রায় চার মাস আগেই অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের নিলাম। চলতি মাসের ১৯ তারিখে কলকাতায় বসছে ক্রিকেটারদের নিলাম। আর এই নিলামের তালিকায় আছেন বাংলাদেশের ছয়জন ক্রিকেটার।

আসন্ন আইপিএলের নিলামে ভারত ও তার বাইরের সব মিলিয়ে ৯৭১ জন ক্রিকেটার উঠতে চান। এর মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ মিলেছে ৬ ক্রিকেটারের। যদিও তাদের নাম এখনো প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ।

জানা গেছে, মোট ৯৭১ জনের মধ্যে দেশি কোটায় আছেন ৭১৩ ক্রিকেটার। আরবিদেশি কোটায় ২৫৮ ক্রিকেটার আছেন।

নিলামে বাংলাদশের ৬ খেলোয়াড়ের পাশাপাশি অস্ট্রেলিয়ার ৫৫, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২, আফগানিস্তানের ১৯, জিম্বাবুয়ের ৩, আমেরিকা ও নেদারল্যান্ডসের ১ জন করে ক্রিকেটার থাকবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button