আন্তর্জাতিক

সুদানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ৪ শিশুসহ নিহত ১৮

সংবাদ চলমান ডেস্ক:  সুদানের পশ্চিম দারফুর রাজ্যে দেশটির একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৪ শিশুসহ মোট ১৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাজধানী এল জেনেনিয়ার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিট পরেই অ্যান্তোনভ ১২ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর- বিবিসি

উড়োজাহাজটি ওই অঞ্চলে ত্রাণ বিতরণ করছিল যেখানে সাম্প্রতিক দিনগুলোতে জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে মারাত্মক সংঘর্ষ চলছিল।

দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র আমির মোহাম্মদ আল হাসান বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, নিহতদের মধ্যে সাতজন উড়োজাহাজের ক্রু, তিনজন বিচারক ও আটজন সাধারণ নাগরিক ছিলেন যাদের মধ্যে চার জনই শিশু।

তিনি আরো বলেছেন উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে এই দুর্ঘটনার তদন্ত চালাচ্ছে দেশটির কর্মকর্তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button