আন্তর্জাতিক

ইউক্রেন সেনাদের শক্তিশালী করতে পাশে থাকছে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনীয় সেনাদের আরও শক্তিশালী ভাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দিতে ৩০ সদ্যসের একটি প্রতিরক্ষা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের এই বিশেষজ্ঞ প্রতিরক্ষা কর্মকর্তারা ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেবে। কীভাবে এল-১১৯ ফিল্ড গান চালাতে হয় ইউক্রেনীয় বাহিনীকে তা শেখাবে নিউজিল্যান্ডের এই দল।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, আমাদের প্রশিক্ষণ দলকে অনুরোধ করা হয়েছে জুলাইয়ের শেষ পর্যন্ত অস্ত্র ব্যবহারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য।

নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়ার মার্শাল কেভিন শর্ট বলেন, রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে ২৩০ ইউক্রেনীয়কে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতিটি প্রশিক্ষণ সেশনে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।

তবে এই প্রশিক্ষণ কিয়েভে হবে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, নিউজিল্যান্ডের প্রশিক্ষকরা যুক্তরাজ্যে থাকবে। তারা কোনোভাবেই ইউক্রেনে প্রবেশ করতে পারবে না।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button