সাড়ে তিন হাজার প্রাণ কাড়ল করোনা
চলমান ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৯১৪ জন। আর করোনা কেড়ে নিয়েছে তিন হাজার ৪৬৬ জনের প্রাণ।
এখন পর্যন্ত বিশ্বের ৯৪টি অঞ্চল এবং দেশে ছড়িয়েছে এই ভাইরাস। আক্রান্তদের মধ্যে ৫৬ হাজার ১২৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো চিকিৎসাধীন আছেন ৪২ হাজার ৩২৫ জন। এর মধ্যে ছয় হাজার ৪০১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এই ভাইরাসে শুধু চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৫৭৬ জন। এর মধ্যে তিন হাজার ৪২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২৯ জন। আর বাকি ২৩ হাজার ৬০৫ জন চিকিৎসাধীন আছেন।
চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ছয় হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। ১৩৫ জন সুস্থ হয়েছেন। আর বাকি ছয় হাজার ৪১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
ইরানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চার হাজার ৭৪৭ জন। এদের মধ্যে প্রাণহানি ঘটেছে ১২৪ জনের। তিন হাজার ৭১০ জন চিকিৎসাধীন আছেন। বাকি ৯১৩ জন সুস্থ হয়েছেন।
ইতালিতে চার হাজার ৬৩৬ আক্রান্তের মধ্যে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। তিন হাজার ৯১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জার্মানিতে করোনাভাইরাসে ৬৭০ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর এখনো প্রাণহানি ঘটেনি। ১৭ জন সুস্থ হলেও ৬৫৩ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে ফ্রান্সে ৬৫৩ জন আক্রান্ত হয়ে ৯ জনের প্রাণহানি হয়েছে। আর ৬৩২ জন চিকিৎসাধীন আছেন। জাপানে আক্রান্ত ৪২০, নিহত ৬। স্পেনে আক্রান্ত ৪০০, নিহত ৮। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২৭২, নিহত ১৫। সুইজারল্যান্ডে আক্রান্ত ২১৪, নিহত ১। যুক্তরাজ্যে আক্রান্ত ১৬৪, নিহত ২। ইরাকে আক্রান্ত ৪৮, নিহত ৪। ভারতে ৩১ জন আক্রান্ত হলেও কারো প্রাণ হয়নি।
আর সিঙ্গাপুরে আক্রান্ত ১৩০; সুইডেনে ১৩৭; নেদারল্যান্ডসে আক্রান্ত ১২৮, নিহত ১; নরওয়েতে ১২৭; হংকংয়ে ১০৮; বেলজিয়ামে ১০৯; মালয়েশিয়ায় ৮৩; অস্ট্রিয়ায় ৬৬; অস্ট্রেলিয়ায় ৬৩, নিহত ২; বাহরাইনে ৬০; কুয়েতে ৫৮; কানাডায় ৫১; থাইল্যান্ডে ৪৮, নিহত ১; তাইওয়ানে ৪৫, নিহত ১; গ্রিসে ৪৫; আমিরাতে ৪৫; আইসল্যান্ডে ৪৩, সান মারিনোতে ২৩, নিহত ১; ডেনমার্কে ২৩; লেবাননে ২২; ইসরাইলে ২১; চেক রিপাবলিকে ১৯; আয়ারল্যান্ডে ১৮; ভিয়েতনামে ১৭; আলজেরিয়াতে ১৭ জন আক্রান্ত হয়েছেন।
ইকুয়েডরে ১৩; ওমানে ১৬; ফিলিস্তিনে ১৬; মিশরে ১৫; ফিনল্যান্ডে ১৫; ব্রাজিলে ১৩; পর্তুগালে ১৩; রাশিয়াতে ১৩; ক্রোয়েশিয়ায় ১১; কাতারে ১১; ম্যাকাউতে ১০, এস্তোনিয়ায় ১০, জর্জিয়ায় ৯; রোমানিয়ায় ৯; আর্জেন্টিনায় ৮; স্লোভেনিয়ায় ৮; আজারবাইজানে ৬; বেলারুশে ৬; মেক্সিকোতে ৬; পাকিস্তানে ৬; ফিলিপাইনে ৫, নিহত ১; সৌদি আরবে ৫; চিলিতে ৫; পোল্যান্ডে ৫; ইন্দোনেশিয়ায় ৪; নিউজিল্যান্ডে ৪, সেনেগালে ৪ ও হাঙ্গেরিতে ৪ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া বসনিয়ায় ৩; লুক্সেমবার্গে ৩; উত্তর মেসিডোনিয়ায় ৩; ডমিনিক প্রজাতন্ত্রে ২; মরক্কোতে ২; আফগানিস্তানে ১; অ্যান্ডোরাতে ১; আর্মেনিয়ায় ১; কম্বোডিয়ায় ১; জর্ডানে ১ এবং অন্যান্য দেশগুলোতে এখনো একজনের বেশি আক্রান্ত হয়নি।