রাজনীতি নিয়ে নানা প্রশ্ন – কোন দিকে দেশ
আলামিন হক বিজয়ঃ
দীর্ঘ ৬ মাসেও স্থিতিশীল হয়নি বাংলাদেশের রাজনীতি। রাত পোহালেই ভেষে আসছে নতুন কোন ঘটনা।
সমিক্ষায় এসেছে রাজনৈতিক কারনে যাদের উপর হামলা মামলা হচ্ছে তাদের ৬০ ভাগ মানুষ ৫ আগস্টের আগে অথবা পরে কোন ষড়যন্ত্র অথবা কোন রাজনৈতিক দলের হয়ে কোন প্রকার দখল বাজি করেনি। এরা কেবল রাজনীতির বাইরের অভ্যন্তরীণ দ্বন্দে অথবা শত্রুতার কারনে রাজনৈতিক মামলায় হয়রানি হতে বসেছেন।
সরে জমিনে দেখাগেছে এই সকল ব্যক্তিদের দুঃসময়ের সুযোগ কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক নেতা কর্মীরা আর্থিক সুযোগ নিচ্ছেন। নিরপেক্ষ দাবি করা ব্যক্তিরা বলছেন যারা রাজনীতিকে হাতিয়ার বানিয়ে ইনকাম করতেন তারা দীর্ঘ ১৬ বছরের ক্ষুধার্ত, তারা এখন বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে ভালো মন্দ কে ভুলে নোংরা রাজনীতির জন্ম দিচ্ছেন।
তাদের আক্রোশের ছোবল থেকে বাদ যাচ্ছেনা মিডিয়া কর্মীরা ও। সারা দেশে এখন পর্যন্ত প্রায় ৫শ এর বেশি সাংবাদিক রাজনৈতিক মামলায় হয়রানি হতে বসেছেন।হিসেবের বাহিরে অনেক সাংবাদিক নানা ভাবে হয়রানি হতে বসেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজি পৃথক ভাবে বলছেন ৫ আগস্টের সাথে জড়িত নয় এমন ব্যক্তি কে ঐ দিনের রাজনৈতিক মামলায় হয়রানি করা যাবেনা। এ ছাড়াও সিসি টিভি দেখে নিশ্চিত হলে তবেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা শহর গুলোতে ব্যাপক অনুসন্ধান কালে বেরিয়ে আসে সেই নির্দেশ মাঝে মধ্যে চাপা পড়ছে অসাধু নেতাকর্মীদের চাপের মুখে। সুত্র বলছে পুলিশের ভাবমূর্তি নষ্টের জন্য আওয়ামী লীগ সরকারকে যেভাবে দায়ী করা হচ্ছে, ঠিক সেই ভাবেই অবৈধ পন্থায় চাপ সৃস্টি করে পুলিশের ভাবমূর্তি আবারো পুর্বের চেয়ে বেশি ক্ষতের সৃস্টি হচ্ছে।
পুলিশের একটি সুত্র বলছে পুলিশ সব থেকে বড় বাহিনী হয়েও পুতুলের মত ব্যবহার করেন রাজনৈতিক নেতা কর্মীরা। তিনি দেশ সংস্কারের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিকট অনুরোধ করেন বিষয় গুলো যেন গুরুত্ব সহ দেখা হয়। বি এন পির কেন্দ্রীয় কমিটির একজন পরিচ্ছন্ন নেতা জানান গত ৫ আগস্টের পরে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আত্নগোপনে গেছেন তাদের ৯০ ভাগ রক্ষা পেয়েছেন বিএন পি অথবা জামাত ইসলামের হাত ধরে।
তিনি বলেন আসল দুর্নীতিবাজদের সরিয়ে দিয়ে চুনো পুঠি নিয়ে পানি ঘোলা করছেন। দুর্নীতিবাজদের পালানোর সুযোগ করে দিয়ে তাদের পাশে বসা ব্যক্তিদের দিয়ে কারাগার ভরে ফেলেছেন।নিরহ ব্যক্তিদের রাজনৈতিক মামলায় জড়ানোর ঘোর প্রতিবাদ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর সংবাদ চলমান কে বলেন মিডিয়া কর্মীরা হচ্ছে দেশের বিবেক। আর এই বিকেক যখন রাজনৈতিক মামলার আসামির খাতায় উঠেন তখন সেই দেশের গণতন্ত্রের প্রতি নানা প্রশ্ন উঠে। তিনি আরো বলেন দেশের ভাবমূর্তি কোন রাজনৈতিক গোষ্টির নয় তাই দেশের ভাবমূর্তির কথা বিবেচনা করে রাজনৈতিক মামলা গুলোর কার্যক্রম সামনে আগানো উচিত।
দেশ সংস্কারের সময় যারা বিতর্কিত কার্যক্রম করছেন তারা যে রাজনৈতিক দলের হোক তাদের বিরুদ্ধে সব থেকে আগে ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি। ভবিষ্যতে যেন সত্যিকারের একটা সুন্দর বাংলাদেশ দেখতে পায় নতুন প্রজন্ম।