আন্তর্জাতিক

যতই বিরোধিতা করুন, সিএএ বাস্তবায়ন আটকানো যাবে না : অমিত শাহ

চলমান ডেস্ক: তৃণমূল যতই নাগরিকত্ব আইনের বিরোধিতা করুক রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়ন করা থেকে কেন্দ্রকে আটকানো যাবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রোববার শহীদ মিনারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এ কথা জানান অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রাজ্যের সমস্যা, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। মমতা একসময় এদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন। এখন তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে। মুসলমান ভাইবোনদের বোঝানো হচ্ছে সিএএ’র ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাদের বলছি কারও নাগরিকত্ব যাবে না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।’

সিএএ, এনআরসি নিয়ে এ রাজ্যের সরকার, বাম ও কংগ্রেস একযোগে বিরেধিতা করছে। এনআরসি নিয়ে কেন্দ্রের নীতি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেও সিএএ থেকে পিছু হঠছে না সরকার। এ নিয়ে অমিত শাহ শহীদ মিনারের সভায় বলেন, ‘মোদিজি সিএএ এনেছেন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। মমতাকে প্রশ্ন করতে চাই, এইসব শরণার্থীদের কেন আপন মনে হয় না আপনার? কেন অনুপ্রবেশকারীদেরই আপনার আপন বলে মনে হয়? সাফ বলছি, শরণার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। মমতা আমাদের রুখতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনি সিএএ-র বিরোধিতা করছেন মানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বিরোধিতা করছেন। ৭০ সাল ধরে সমস্যায় থাকা এইসব মানুষদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। আপনি গান্ধী, মৌলানা আজাদের বিরোধিতা করেছেন, আম্বেডকরের বিরোধিতা করছেন।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button