আন্তর্জাতিক

‘মুসলমানরা ভারতের নাগরিক ছিলেন, আছেন, থাকবেন

সংবাদ চলমান ডেস্ক : ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার রাজ্য সভায় নাগরিকত্ব সং’শো’ধনী বিল নিয়ে এক বক্তব্যে বলেন, ভারতীয় মুসলমানরা এ দেশে ছিলেন, আছেন এবং থাকবেন। মুসলিমদের এই বিল নিয়ে ভ’য় পাওয়ার কিছু নেই।

অমিত শাহ বলেন, এই বিলটি মুসলমানদের বি’রু’দ্ধে করা হয়েছে এমন ভু’ল তথ্য ছড়িয়ে দেওয়ার চে’ষ্টা করা হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে, বাস্তব ঘটনা তা নয়। এই বিলটি কেবল প্রতিবেশী দেশগুলোর সং’খ্যাল’ঘু সম্প্রদায়ের জন্য। ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে এর কোনও যোগসূত্র নেই।

বলেন, ভারতীয় মুসলিমরা সবসময় সু’র’ক্ষি’ত এবং নি’রাপ’দেই থাকবেন। আমি ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করছি যে, দয়া করে ভু’ল তথ্যের দ্বারা প্র’ভা’বি’ত হবেন না। দয়া করে বি’প’থগা’মী হবেন না। আপনারা ভ’য় পাবেন না। নি’র্ভ’য়ে এ দেশে জীবন কাটাবেন।

নাগরিকত্ব সংশোধনী বিলে ২০১৫ সালের আগে এই দেশে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করার চেষ্টা করা হয়েছে। সোমবার সাত ঘণ্টার বি’ত’র্কের পর ওই বিলের পক্ষে লোকসভায় ভোট পড়েছে ৩৩৪ টি এবং বিলের বিরুদ্ধে ১০৬টি ভোট পড়েছে।

অমিত শাহ বলেন, কিছু লোক বলছেন যে, প্রতিবেশী দেশগুলো থেকে এ দেশে আসা যে কাউকে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। এই তিনটি প্রতিবেশী দেশেই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জাতি হিসাবে বসবাস করে এবং তাদের সংবিধানেও ইসলাম অন্তর্ভুক্ত রয়েছে।

সুতরাং তারা অন্যান্য সম্প্রদায়ের মতো ধর্মীয় নি’পী’ড়’নের মুখোমুখি হচ্ছে না। আমাদের পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা মুসলিমদেরও নাগরিকত্ব দেওয়া উচিত? বিশ্বের সমস্ত মুসলিমদের কি আমাদের নাগরিক বানানো উচিত? এটা কীভাবে হতে পারে? একটি দেশ কীভাবে এই ভাবে কাজ চালাতে পারে?

কংগ্রেসসহ বেশ কিছু বি’রো’ধী দল এই বিলটির তী’ব্র স’মা’লো’চনা করেছে। নাগরিকত্ব সং’শো’ধনী বিলে অমুসলিম পাকিস্তানি, আফগান, এবং বাংলাদেশীদের ভারতীয় নাগরিক করার রাস্তা সহজ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button