ভারত মহাসাগরে মহড়া চালাবে ইরান, রাশিয়া ও চীন
আন্তর্জাতিক ডেস্ক : ভারত মহাসাগরে সামরিক মহড়া চালাবে ইরান, রাশিয়া ও চীন। খুব শীঘ্রই এই তিন দেশের নৌবাহিনী সম্মিলিত মহড়া শুরু করবে বলে জানাগেছে।
বুধবার তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি জানান, ভারত মহাসাগর ও ওমান সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে এই নৌমহড়া অনুষ্ঠিত হবে।
জেনারেল শেকারচি বলেন, শুক্রবার থেকে শুরু করে চার দিনব্যাপী ভারত মহাসাগরের উত্তর অংশে ও ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়াকে অত্যন্ত গুরুতপূর্ণ বলে আখ্যা দিয়ে তিনি আরো বলেন, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের অনেক দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। তাই এখানকার নিরাপত্তা রক্ষা করার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
সমুদ্র পথে সন্ত্রাসবাদ মোকাবিলা জলদস্যুদের দমন করা এই মহড়ার আরেক উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।