প্রধানমন্ত্রীর বর্তমান চোখের অবস্থার খবর নিলেন, ইমরান
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে কুশল বিনিময় ইমরানের
সংবাদ চলমান ডেস্কঃ শেখ হাসিনার ভারত সফরের আগের দিন ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার বিকেলে শেখ হাসিনাকে ইমরান খান এ ফোন দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ইমরান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের চিকিৎসার খোঁজ-খবর নেয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে চার দিনের সফরে ভারত যাচ্ছেন।
শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।