আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে টিভি চ্যানেলগুলোকে সতর্ক করল, ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক :

সংশোধিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে উসকানিমূলক বা দেশবিরোধী আবেগ উৎসাহ পেতে পারে এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকতে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করেছে ভারত সরকার।

শুক্রবার সন্ধ্যায় ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সতর্কতামূলক নোটিশ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।

জারি করা নোটিশে বলা হয়েছে, সব টেলিভিশন চ্যানেলের উচিত সহিংসতায় উসকানি দিতে পারে বা আইনশৃঙ্খলাবিরোধী বা দেশবিরোধী আবেগ উৎসাহ পায় এমন কোনো কিছু প্রচার থেকে বিরত থাকা।

এছাড়া দেশের সংহতি, কোনো ব্যক্তি, সম্প্রদায় বা গোষ্ঠী আক্রান্ত হতে পারে এমন কোনো কিছু প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে ওই নোটিশে।

দশ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় বারের মতো এই ধরণের নোটিশ জারি করা হয়েছে।

এর আগে ১১ ডিসেম্বর প্রথমবার এই ধরণের নোটিশ জারি করা হয়। সেদিন ভারতের রাজ্যসভায় সংশোধিত নাগরিকত্ব আইন পাসের পর কয়েকটি রাজ্যে বিক্ষোভ শুরু হলে টেলিভিশন চ্যানেলগুলোকে সতর্ক করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button