আন্তর্জাতিক

নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনকারীদের পেনশন দেয়া হবে, সঙ্গে পুরস্কারও

সংবাদ চলমান ডেস্ক: ভারতে বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের পেনশনের কথা ঘোষণা করল সমাজবাদী পার্টি।

পার্টির নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা রাম গোবিন্দ চৌধুরী এ ঘোষণা দিয়েছেন।

তিনি আরও ঘোষণা করেন, উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে প্রতিটি সিএএ বিরোধী আন্দোলনকারীকে ‘সংবিধান রক্ষক’ পুরস্কারে সম্মানিত করা হবে।

রাম গোবিন্দ বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে পার্টির সভাপতি অখিলেশ যাদব যে দিন শপথ নেবেন সেই দিন এই প্রতিশ্রুতি পূরণ করা হবে।

পাশাপাশি সিএএ, এনপিআর এবং এনআরসি বিরোধী আন্দোলনে যোগ দেয়ার জন্য যাদের বিরুদ্ধে যত মামলা রুজু হয়েছে তা প্রত্যাহার করা হবে।কেন্দ্রীয় সরকার সিএএ প্রত্যাহার না করা পর্যন্ত এই আইনের বিরুদ্ধে সমাজবাদী পার্টি ‘সত্যাগ্রহ’ জারি থাকবে।

এদিকে নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের পেনশন দেয়ার সমাজবাদী পার্টির ঘোষণার তীব্র নিন্দা করেছে বিজেপি।

তাদের অভিযোগ, সমাজবিরোধী এবং দাঙ্গাকারীদের পুরস্কৃত করা সমাজবাদী পার্টির ডিএনএ-তে আছে। এই ঘোষণায় তা আরও একবার সামনে চলে এলো।

প্রসঙ্গত ভারতের উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভে ইতিমধ্যে ২৫ জন প্রাণ হারিয়েছেন। জখম আরও বহু মানুষ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজ্যজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে যোগী সরকার।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button