আন্তর্জাতিক
কাশ্মীরে পাক সেনাদের গুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৪
সংবাদ চলমান ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে একজন ভারতীয় সেনাসহ চার জন নিহত হয়েছেন।
বুধবার রাতে সীমান্তের উরি শহরের হাজিপীর এলাকায় গুলি চালায় পাক সেনারা। খবর- কলকাতা টোয়েন্টি ফোর
কাশ্মীর পুলিশ জানিয়েছে, পাকিস্তানি সেনার গুলিতে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিহত তিন সাধারণ নাগরিকের মধ্যে একজন উরি গ্রামের নারী রয়েছে। এছাড়া পাক সেনাদের গোলাগুলিতে আরো দুই গ্রামবাসী আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে কাশ্মীর থেকে ৭ হাজার আধাসামরিক সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।