আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত প্রথম জাপানি নাগরিকের মৃত্যু

চলমান ডেস্ক: চীন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবো কাতো’র বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে জাপানের স্থানীয় পত্রিকা মেইনিচি শিমবুন।

করোনায় প্রাণ হারানো ৮০ বছরের ওই বৃদ্ধা জাপানের কানাগাওয়া জেলার বাসিন্দা। তিনি গত ১ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এদিকে, চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে আরো ১১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮২৩ জন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮৩।

বুধবার একদিনেই মারা গিয়েছিল ২৫৪ জন। একদিন পরই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button