আন্তর্জাতিক

করোনাভাইরাস: ৪ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

চলমান ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনায় চীনে আক্রান্তের সংখ্যা আবারো কমতে শুরু করলেও বাড়ছে অন্যান্য দেশগুলোতে। ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় ১৮৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে। দেশটিতে একদিনেই মারা গেছে ৯৭ জন। আর চীনে মারা গেছে ১৭ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত এ ভাইরাসে ৪ হাজার ৯ জনের মৃত্যু হয়েছে। যেখানে ৩ হাজার ১৩৬ জনই চীনা নাগরিক। বিশ্বের মোট ১১৫টি দেশে মরণঘাতী ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪ হাজারের বেশি মানুষ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো এক লাখ সাড়ে ১২ হাজার। এর মধ্যে চীনেই প্রায় ৮১ হাজার। এছাড়া করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৬৩ হাজার মানুষ।

এতদিন আক্রান্তের দিক থেকে দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকলেও এবার তাকে অতিক্রম করলো ইউরোপের দেশ ইতালি। দেশটির গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃতের ঘটনায় দ্বিতীয়। এর আগের দিন সেখানে মারা যায় ১৩৩ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৩ জনে। ফলে ধারণা করা হচ্ছে চীনকেও ছাড়িয়ে যেতে পারে দেশটি। চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। সেখানে ৭ হাজার ৫১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫৪ জন। তাই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এমনকি ইরানে এখন পর্যন্ত ৭ হাজার ১৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাছাড়া মারা গেছেন ২৩৭ জন।

এদিকে, ফ্রান্সে ১ হাজার ৪১২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৩০ জন। স্পেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩১ এবং মৃত্যু হয়েছে ৩০ জনের। জার্মানিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২২৪ এবং মৃতের সংখ্যা ২।  যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭০৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৭ জন।

জাপানে নোঙ্গর করা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে আক্রান্তের সংখ্যা ৬৯৬ এবং মৃত্যু হয়েছে ৭ জনের। জাপানের বিভিন্ন স্থানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৩০ এবং মৃত্যু হয়েছে ৯ জনের। সুইজারল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৭৪ জন এবং মারা গেছে ২ জন। যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২১ এবং মৃত্যু ৫, নেদারল্যান্ডে এই ভাইরাসে আক্রান্ত ৩২১ এবং মৃত্যু হয়েছে ৪ জনের। সুইডেনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬১, বেলজিয়ামে ২৩৯, নরওয়েতে ২২৭, সিঙ্গাপুরে ১৬০, অস্ট্রিয়ায় ১৩১, মালয়েশিয়ায় ১১৭, হংকংয়ে আক্রান্ত ১১৬ এবং মৃত্যু ৩, বাহরাইনে আক্রান্ত ১০৯, অস্ট্রেলিয়ায় আক্রান্ত ৯৩ এবং মৃত্যু ৩, ডেনমার্কে আক্রান্ত ৮০, গ্রিসে ৮৪, কানাডায় আক্রান্ত ৭৭ এবং মৃত্যু হয়েছে একজনের।

ইরাকে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭১, মৃত্যু ৭, আইসল্যান্ডে আক্রান্ত ৬৫, কুয়েতে ৬৫, মিসরে আক্রান্ত ৫৯ এবং মৃত্যু ১, আরব আমিরাতে আক্রান্ত ৫৯, সান মেরিনোতে আক্রান্ত ৫১, মৃত্যু ২, থাইল্যান্ডে আক্রান্ত ৫০ এবং মৃত্যু ১,  ইসরাইলে আক্রান্ত ৫০, ভারতে ৪৭, তাইওয়ানে ৪৫, লেবাননে ৪১, পর্তুগালে ৩৯ এবং চেক প্রজাতন্ত্রে ৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ফিনল্যান্ডে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩, ভিয়েতনামে ৩১, ব্রাজিলে ২৫, স্লোভেনিয়ায় ২৫, ফিলিস্তিনে ২৫, ফিলিপাইনে আক্রান্ত ২৪ এবং মৃত্যু ১, আয়ারল্যান্ডে আক্রান্ত ২৪, আলজেরিয়ায় ২০, রাশিয়ায় ২০, সৌদি আরবে ২০, ইন্দোনেশিয়ায় ১৯, ওমানে ১৮, কাতারে ১৮, আর্জেন্টিনায় আক্রান্ত ১৭ এবং একজনের মৃত্যু হয়েছে।

রোমানিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭, পোল্যান্ডে ১৭, পাকিস্তানে ১৬, ইকুয়েডরে ১৫, জর্জিয়ায় ১৫ ক্রোয়েশিয়ায় ১৩, চিলিতে ১৩, ম্যাকাউতে ১০, এস্তোনিয়ায় ১০ এবং আজারবাইজান, কোস্টারিকা, হাঙ্গেরি ও পেরুতে ৯ জন করে, মেক্সিকো, স্লোভাকিয়া, দক্ষিণ আফ্রিকায় ৭ জন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
অপরদিকে বেলারুস, লাটভিয়া, আলবেনিয়া এবং মালদ্বীপে ৬ জন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডোমিনিকান প্রজাতন্ত্র, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, তিউনিসিয়া, বসনিয়া, ফ্রেঞ্চ গুয়েনায় ৫ জন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আফগানিস্তান, উত্তর মেসিডোনিয়া, সেনেগাল, বুলগেরিয়া এবং মালটায় ৪ জন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, কম্বোডিয়ায় ২, কলম্বিয়ায় ৩, মরক্কোতে ২, নাইজেরিয়ায় ২, ক্যামেরুন ২, সাইপ্রাসে ২, ফেরো দ্বীপপুঞ্জে ২, মার্টিনিকে ২, সেইন্ট মার্টিনে ২, সার্বিয়ায় ২ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

আন্দোরা, আর্মেনিয়া, জর্ডানে, লিথুনিয়া, মোনাকো, নেপাল, শ্রীলঙ্কা, ইউক্রেন, ভুটান, ব্রুনেই, বুরকিনা ফাসো, চ্যানেল আইসল্যান্ড, গিব্রালটার, ভ্যাটিকান সিটি, মোলদোভা, মঙ্গোলিয়া, পানামা, প্যারাগুয়ে, সেন্ট বার্থ, টোগোতে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এরমধ্যে বাংলাদেশের প্রথমবারের প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের দেখা মেলে গত রোববার। সম্প্রতি ইতালি ফেরত দুই নাগরিকের দেহে মরণ এ ব্যধিটির সন্ধান পাওয়া যায়। পরবর্তী সময়ে একজনের সংস্পর্শে আরেকজনের স্ত্রীও আক্রান্ত হয়। এতে এক নারীসহ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একইসঙ্গে আক্রান্তদের একজনের সংস্পর্শে আসা আরো ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এছাড়া, করোনার লক্ষণ পাওয়া যাওয়ায় সিঙ্গাপুর ফেরত এক বাংলাদেশি শিশুসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত বহু দেশে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে বর্তমানে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চীনা বিজ্ঞানীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button