আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাং এর ভয়ংকর অগ্ন্যুত্‍‌পাত

সংবাদ চলমান ডেস্ক:

ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবাং আগ্নেয়গিরি ভয়ংকরভাবে জেগে উঠেছে। ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে আশপাশের এলাকা। উপরের দিকে প্রায় ৫০০০ মিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় এই ধোঁয়া। চারপাশে ধ্বংসস্তূপের মতো ছড়িয়ে পড়ে ছাই। এতে স্থানীয় মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকার এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, ৩০ সেকেন্ড ধরে বজ্রপাতের মতো আওয়াজ হয়েছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহত বা আহত হয়নি। বিস্ফোরণের গর্তের মুখ থেকে মানুষজনকে কমপক্ষে ৫ কিলোমিটার দূরে থাকতে বলা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, সোমবার সকাল থেকে আগ্নেয়গিরি ভয়াবহ আকার ধারণ করে। সুমাত্রা দ্বীপের এই আগ্নেয়গিরি ২০১০ সাল থেকে জেগে ওঠে। তবে মাউন্ট সিনাবাং এর সবচেয়ে ভয়াবহ রূপ প্রত্যক্ষ করা যায় ২০১৬ সালে। আবার সম্প্রতি সেই রূপের দেখা মিলছে। গত সপ্তাহেও দুবার ছোট দুটো অগ্ন্যুত্‍‌পাতের ঘটনা ঘটে। আর সোমবার থেকে তা ক্রমশ ভয়াবহ আকার ধারণ করেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button