অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩
সংবাদ চলমান ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একটি দমকল বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা৩০মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া সরকারে পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে । খবর বিবিসি’র।
বৃষ্টি এবং আকস্মিক বন্যার পর অস্ট্রেলিয়ায় ফের বেড়েছে তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশটির বিভিন্ন রাজ্যে আবারো বেড়েছে দাবানলের তীব্রতা।বিধ্বস্ত হওয়া বিমানটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল।
এই দুর্ঘটনার বিষয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডিস বেরেজিকিলিয়ান জানান, নিউ সাউথ ওয়েল রাজ্যের স্নোয়ি মাউন্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিউ সাউথ ওয়েলস দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ওই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।