সংবাদ সারাদেশসারাদেশ

নোয়াখালীতে বাবার ওপর অভিমানে বিষপানে আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ বাবার কাছ থেকে বসতবাড়ির জায়গা রেজিট্রি চেয়ে না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছেন মেয়ে রহিমা খাতুন।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে । রহিমা খাতুন উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো.শহীদুল্লার স্ত্রী।  

স্থানীয় ইউপি সদস্য মো.ইউছুফ বলেন, রহিমা তার বাবার মালিকানাধীন জায়গার ওপর বাড়ি করে বসবাস করে আসছেন। এক পর্যায়ে ওই বাড়ির জায়গা বাবার কাছে রেজিট্রি দাবি করেন তিনি। এ নিয়ে সামাজিকভাবে একটি বৈঠকে বসে তারা।

পরে বাবার ওপর অভিমান করে বিষপান করেন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন তার ছেলে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধার করেন পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   

কোম্পানীগঞ্জ থানার এসআই আক্তার হোসাইন জানান, মরদেহ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।  

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button