সারাদেশ
লটারিতে কোটি টাকা জিতে স্কুল ছাত্রের থানায় আশ্রয়!
সংবাদ চলমান ডেস্ক : লটারিতে টাকা পাওয়ার ঘটনা অহরহ ঘটে। তবে টাকা জিতে প্রাণের ভয়ে থানায় রাত কাটানোর ঘটনা খুব একটা শোনা যায় না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভারতের পূর্ব বর্ধমানে।
জানা গেছে, জেলার পূর্বস্থলীর কাষ্ঠশালি গ্রামের বাসিন্দা নবম শ্রেনীর ছাত্র সুদেব দাস শনিবার ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকেট কেনে। ওইদিন রাতেই লটারির ড্র ছিল। ড্রয়ে প্রথম পুরস্কার পাই সে। টাকার পরিমাণ ছিল এক কোটি।
সুদেবের রাতারাতি কোটিপতি বনে যাওয়ার ঘটনা মুহূর্তেই এলাকায় জানাজানি হয়ে যায়। বাড়িতে লোকজন ভিড় করতে থাকে। রাত বাড়ার সঙ্গে লোকের ভিড়ও বাড়তে থাকে। এতে ভয় পেয়ে যায় সুদেবের পরিবার।
সুদেবের প্রাণ সংশয় এবং টিকেট ছিনতাইয়ে ভয়ে তার বাবা সহদেব সাহা ছেলেকে নিয়ে স্থানীয় থানায় হাজির হন। বাপ-বেটা থানায় দু’রাত কাটিয়ে সোমবার সকালে পুলিশের সহায়তায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় টিকেটটা জমা দেন। তারপরই স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারা।
সুদেবের বাবা রাজমিস্ত্রির জোগানের কাজ করেন। অভাবের সংসারে সুদেবকেও মাঝেমধ্যে বাবার সঙ্গে কাজে যেতে হয়। হঠাৎ করে কোটিপতি বনে যাওয়ায় স্বভাবতই দারুণ খুশী সে।