রাস্তার জন্য আকুতি
চলমান ডেস্ক: ‘জীবন বাজি রাইখ্যা যুদ্ধ কইরা দেশটারে স্বাধীন করলাম। অথচ, স্বাধীনতর ৫০ বছর পর নিজের ঘর থাইক্যা বের হওয়ার একটা রাস্তা পাইলাম না। যুদ্ধ কইরা তাইলে আমরা কি পাইলাম?’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সিংড়াপাড়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন (৭০) স্বাধীনতার মাস মার্চের প্রথমদিনে মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে আজ ১ মার্চ সকালে কালের কণ্ঠের কাছে অনেকটা ক্ষোভের সঙ্গেই কথাগুলো বললেন।
মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম জানান, শাহবাজপুর গ্রামের সিংড়াপাড়ায় আমি ছাড়াও বীর উত্তম খেতাবপ্রাপ্ত ববুল হোসেন ও আবদুল মন্নাফ নামের আরো একজন মুক্তিযোদ্ধার বাড়ি রয়েছে। এ ছাড়া প্রায় অর্ধশত পরিবারের বসবাস এই সিংড়াপাড়ার বাসিন্দারা মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণের অভাবে এখনও প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী জানান, স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনের প্রাক্কালে এমপি কিংবা ইউপি চেয়ারম্যান প্রার্থীরা সিংড়াপাড়া থেকে শাহবাজপুর মসজিদের মূল সড়ক পর্যন্ত মাত্র আধা কিলোমিটার সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসলেও, নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি বেমালুম ভুলে যান। ফলে সিংড়াপাড়ার অর্ধশত পরিবারের লোকজনকে এখনও জমির আইলের ওপর দিয়েই প্রতিদিন নিদারুণ কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম, নূরে আলমসহ একাধিক ব্যক্তি বলেন, এই পাড়ার কেউ মারা গেলে, লাশ জমির আইলের ওপর দিয়ে নিয়ে যেতে আমাদের কষ্ট হয়। অথচ, খেতাবপ্রাপ্তসহ তিন মুক্তিযোদ্ধা থাকার পরও মাত্র আধা কিলোমিটার দীর্ঘ সড়কটি এখনো নির্মিত না হওয়াটা চরম দুর্ভাগ্যের।
শ্যামগ্রাম ইউপির চেয়ারম্যান আমীর হোসেন বাবুল বলেন, সড়কটি আসলে আমাদের নজরে সেভাবে পড়েনি। তবে মাননীয় সাংসদ একটু নজর দিলে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে হলেও দ্রুত সড়কটি নির্মাণের উদ্যোগ নেব।
স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল আজ কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।