রাতে পরীক্ষা দেবে রাজশাহী বোর্ডের ৯৭ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক:জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডেব ৯৭ শিক্ষার্থী রাতে পরীক্ষায় অংশ নেবে। তারা রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে অনুষ্ঠিতব্য জেএসসি পরীক্ষায় জয়পুরহাটের বিভিন্ন স্কুল থেকে ৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
জানা গেছে, খ্রিস্টধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রাদায়ের অনুসারীদের ধর্মীয় রীতিমতে শনিবার দিনের বেলায় লেখা নিষিদ্ধ। তাই আগামী ২ নভেম্বর শনিবার ‘বাংলা’ ও ৯ নভেম্বর শনিবার ‘গণিত’ বিষয়ে সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ পরীক্ষায় ৪২ জন ছাত্র ও ৫৫ জন ছাত্রী অংশ নেবে। তাদের পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড।
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় বেশ কিছু মিশন স্কুুল রয়েছে। এসব স্কুলগুলো থেকে এবছর ৯৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সেভেন ডে অ্যাডভান্টিস্ট মারানাথা সেমিনারী স্কুলের ৭৬জন শিক্ষার্থী, জীবনপুর হাই স্কুলের দু’জন ছাত্রী, বাংলা হোপ স্কুলের ১৯ ছাত্রী।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষরঞ্জন রায় জানায়, খ্রিস্টধর্মের ‘সেভেন ডে অ্যাডভান্টিস্ট’ সম্প্রাদায়ের অনুসারীদের ধর্মীয় রীতিমতে শনিবার দিনের বেলায় লেখা নিষিদ্ধ। এ জন্য ২ নভেম্বর শনিবার বাংলা এবং ৯ নভেম্বর শনিবার গণিতের পরীক্ষা সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।