মোহনপুররাজশাহী সংবাদ

মোহনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টায় মোহনপুরের তেঁতুলতলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

নিহতরা হলেন, কেশরহাট এলাকার বরকত আলীর ছেলে খয়ের আলী ও নওদাপাড়ার নাজমুল হোসেনের ছেলে চালক সিফাত। সিফাত রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানায়, সকালে রাজশাহী থেকে সিফাত মোটরসাইকেল নিয়ে মোহনপুরের দিকে যাচ্ছিলেন। পথে তেঁতুলতলায় যমুনা জুট মিলের সামনে সিফাত পথচারী খয়ের আলীকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে নিজেও সড়কের ওপর ছিটকে পড়েন।

এরপর গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button