চারঘাটরাজশাহী সংবাদ
চারঘাটে ৪৫৩ মেট্রিক টন ধান কেনা শুরু
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে ৪৫৩ মেট্রিক টন আমন-বোরো ধান কেনার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলার খাদ্যগুদামে কার্যক্রমটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মুহাম্মদ নাজমুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলমাস উদ-বিল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মনজুর রহমান, নিমপাড়া ইউপির কৃষক রফিকুল ইসলাম, দেলোয়ার হোনেস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
চারঘাট উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা এমাজ উদ্দিন জানান, ২৬ টাকা কেজি দরে ৪৫৩ মেট্রিক টন আমন-বোরো ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
লটারি বিজয়ী উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউপির প্রতি কৃষক এক টন করে ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।