রাজশাহী সংবাদ
রাসিক সাবেক মেয়র দুরুল হুদা আর নেই
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র দুরুল হুদা আর নেই,। রবিবার, ০২ ফেব্রুয়ারী রাত ১১-০০ঘটিকায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন), মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার নামাজের জানাজা হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দান কাদিরগঞ্জ রাজশাহীতে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। উক্ত জানাজায়
উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের গত ১৬-৪-১৯৯০ হতে ৬-১১-১৯৯০ পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পার্টির রাজশাহী মহানগর সাবেক সভাপতি ও রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সম্মানিত সাবেক সভাপতি, বর্তমানে উপদেষ্টা ছিলেন। মৃত্যু কালে তিনি এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।