সীমান্তে প্রবেশ করে গোদাগাড়ী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি নির্মলচরের পার্শ্বে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুর রহিম (৫৬) ও ওমর আলী (৩২) নামে দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা।
আটককৃত দুই জেলে প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক ও মোশাররফ হোসেনের ছেলে।
জানা যায়, আটকৃত দুইজেলে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর নির্মল চর এলাকায় মাছ ধরে নিয়ে আসার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের ধরে নিয়ে চলে যায়। এই জন্য বর্তমানে এলকায় আতঙ্ক বিরাজ করছে।
প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেন বলেন, প্রেমতলি এলাকার দুই জেলেকে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে সেটা তাদের পরিবারের কাছে জানতে পারলাম। আগামীকাল ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি (বিএসএফ) এর সাথে পতাকা বৈঠক করার জন্য চিঠি পাঠিয়েছি ।
জেলেদের বাংলাদেশের ভিতর থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে বিজিবির এই কর্মকর্তা বলেন, জেলেদের ফিরিয়ে নিয়ে না আসা পর্যন্ত কিছইু বলতে পারছিনা, এ ব্যাপারে পরে জানাবো।