রেল পশ্চিমের জি এম. এর রষানলে একাধিক দপ্তর – উপর মহলের নামে আদায়ের অভিযোগ
স্টাফ রিপোর্টার :উপর মহল কে তদবির করে নিজের চাকরির সময় সীমা বাড়িয়ে নেওয়া সহ বিভিন্ন অযুহাতে পশ্চিম জোনের রেলওয়ের চীফদের নিকট থেকে মোটা অংকের অর্থ দাবি করার অভিযোগ উঠেছে রেলওয়ে পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার ( জিএম) হারুনুর রশিদের উপর। গত শুক্রবার দিন ধরে রেল ভবনে এই মিটিং করার অভিযোগ উঠেছে তার উপর, রেলওয়ে পশ্চিমের একটি সুত্র জানায় রেলওয়ের ( ডিজি) সহ উদ্ধর্তন কর্তৃপক্ষ কে দিতে তিনি এমন দাবি করেছেন। তার মুল মাধ্যম তার পিএ কাউসার, এই নিয়ে কাওসারের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ রয়েছে অনেকের। কাওসার দীর্ঘ দিন আগে চাকরি থেকে অবসরে গেলেও অজ্ঞাত কারনে রয়েছে সেই সোনার চেয়ারে তিনি সেখানে বসেই নাড়েন রেলের সকল কলকাঠি। অবৈধ্ লেনদেন থেকে শুরু করে সব কিছুই তার ইশারা এমন অনেক প্রমান রয়েছে রেলওয়ের অনেকের নিকট। পিএ কাউসার অবসরে যেয়েও কেন জিএম এর তাবেদারিতে ব্যস্ত -এই নিয়ে এক প্রশ্নের জবাবে রেলওয়ের একজন কর্মকর্তা বলেন শুধু অবৈধ দিকগুলো দেখভাল করার জন্যই তিনি রয়েছেন এই চেয়ারে। ঢাকা রেলভবনের একজন সিনিয়র কর্মকর্তা জানান কোন ব্যক্তি অবসরে যেয়ে সেই চেয়ারে বসে থাকতে পারেনা এটি অবশ্যই নিয়ম বহিভুত। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন অবসর প্রাপ্ত( ডিজি) সংবাদ চলমান কে বলেন অবসরে যাওয়ার আগে এমন ঘটনা দুঃখ জনক। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের সুযোগ কাউকে দিবে বলে আমরা মনে করিনা, নিজের সুবিধা নিতেই এমন কৌশল নিতে পারেন তিনি। অভিযোগের সত্যতা জানতে সি এস টিই এর নিকট মুঠো ফোনে ফোন করে জানতে চাইলে তিনি বলেন আমি ব্যস্ত রয়েছি এই নিয়ে পরে কথা বলব। সরকারি নাম্বারে ফোন করলে( জিএম) সংবাদ চলমান কে বলেন আমি আর মাত্র দুই দিন রয়েছি কারো নিকট টাকা চাওয়ার প্রশ্নই আসেনা। তবে পিএ কাউসারের বিষয়ে তিনি বলেন সে এমনিতেই আমাদের সার্ভিস দিচ্ছেন, এইটা নিয়মে রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন- না এইটা নিয়মে নেই।