রেলের সংবাদ প্রকাশ করায় এবার সাংবাদিক কে নোটিশ
স্টাফ রিপোর্টার : রেলওয়ে পশ্চিম জোনের দুই কর্মকর্তার অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক রাজশাহীর আলোর বার্তা সম্পাদক কে নোটিশ করেছে রেলওয়ে পশ্চিমের সদ্য অবসরে যাওয়া জি এম হারুন অর রশিদ ও তার পিএ কাউছার মাহমুদ। চলতি মাসের ৭ তারিখে রেলওয়েতে কর্মরত কর্মকর্তা ও একজন প্রথম শ্রেনির ঠিকাদারের তথ্যের অভিযোগে রেলওয়ের সাবেক জি এম ও কাউছার মাহমুদের নামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুই দিন পর জি এম এর সরকারি নাম্বার থেকে সেই প্রতিবেদক কে হুমকি প্রদান করা হয়। বিষয়টি নিয়ে সেই প্রতিবেদক নিজের নিরাপত্তা চেয়ে রাজশাহীর চন্দ্রিমা থানায় একটি জিডি করেন। প্রতিবেদকের ৭ তারিখের প্রতিবেদনে বলা হয়েছে জি এম এর পিএ কাউসার অবসরে যাওয়ার পরেও কিভাবে সেই চেয়ারে আছেন, জি এম এর বিভিন্ন কর্মকর্তার নিকট দাবি, এমন সংবাদ প্রকাশ হওয়ার পরেও কাউসার মাহমুদ সেই চেয়ারে ছিলেন এমন ভিডিও সহ তথ্য রয়েছে সেই প্রতিবেদকের নিকট। তবে সাংবাদিক কে প্রলোভনে ফেলতে না পেরেই সেই সাংবাদিকের নামে নোটিশ করেছেন তারা। এই নিয়ে রাজশাহীর একাধিক সিনিয়র সাংবাদিক বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি যে অবসরে যাওয়ার পরেও কিভাবে তিনি অফিস করেন। সেই সাথে তাদের কালো অর্থের ও অনুসন্ধান চলছে।