রাজশাহী সংবাদ
রাশিয়ান নাগরিকের মৃত্যু রামেকে
নিজস্ব প্রতিবেদক:
রুপপুর পারমানবিক কেন্দ্রে কর্মরত অবস্থায় একজন রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) তার মৃত্যু হয়।
নিহত হলেন, বেলগোপ টিজিটর (৪০)। তিনি রুপপুর পারমানবিক কেন্দ্রের কাজে নিয়োজিত রোসেম কোম্পানির মিক্সার প্লান এর ডাইরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বেলগোপ টিজিটরের বুকে ব্যথার সমস্যা হলে তাকে এম্বুলেন্সযোগে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথমে নগরীর লক্ষীপুর সিডিএম হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ৯ টায় রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরবর্তী কার্যক্রম শেষে লাশ হস্তান্তর করা হবে বলে জানা যায়।