রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতকারী বহিষ্কৃত ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার দুই
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামকে মারধর করে ছিনতায়ের চেষ্টাকারী দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন রাবি শিক্ষার্থী ছাত্রীলীগের বহিষ্কৃত নেতা বলে জানায় পুলিশ। আজ রোববার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নগরীর মির্জাপুর এলাকার আবদুল আজিজের ছেলে অনিক মাহমুদ বনি (২৬)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিস্কৃত ছাত্রলীগ নেতা। এই এলাকার মোস্তাকিনের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠু (২৮)। এছাড়া রাজশাহী কলেজের ছাত্র মিঠু।
ওসি জানায়, ফিরোজ আনাম নামের এক রাবি শিক্ষার্থীর ওপর হামলা করেছিল। তাদের সনাক্ত করেছে সঙ্গে থাকা ছাত্র-ছাত্রীরা। এছাড়া গ্রেফতারকৃতরা ঘটনা স্বীকার করেছে। এসময় গ্রেফতারকৃতদের থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার রাতে ছিনতাইকারীদের হাতে মারধরের শিকার হয় ফিরোজ। পরে ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কামুক্ত।