চারঘাটরাজশাহী সংবাদ
রাজশাহী সীমান্তে চোলাই মদ ও ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সীমান্ত থেকে চোলাই মদ ও ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়।
বিজিবি জানায়, চারঘাট বিওপি’র নায়েব সুবেদার টিপু সুলতানের নেতৃত্বে টহল পরিচালনা করে মেরামতপুর এলাকা থেকে ১০০ বোতল বাংলাদেশী চোলাই মদ (২৫০ এমএল) জব্দ করা হয়। আনুমানিক সিজার মূল্য ৭ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, ইউসুফপুর বিওপি’র হাবিলদার ওমর ফারুক’র নেতৃত্বে চকপাড়া এলাকায় টহল চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ১০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি টহল দল।
জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা।