রাজশাহী সংবাদ
রাজশাহী সিমান্তে ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সীমান্তে ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার বিকেলে নগরীর উপকণ্ঠ কাটাখালীর পদ্মার চর এলাকা থেকে জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) ১০ নম্বর পদ্মার চর বিওপি’র সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে কাটাখালীর পদ্মার চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যাক্ত অবস্থায় ২৬০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ২০ টাকা।
বিজিবি আরো জানায়, জব্দকৃত মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার ষ্টোরে জমা করে তা পরবর্তীতে জনসম্মুখে ধংস করা হবে বলে।