রাজশাহী সংবাদ
রাজশাহী সহ দেশের তাপমাত্রা নেমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে
নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তর-পশ্চিমের রংপুর ও রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহে শীতের তীব্রতা আরও বেড়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে গেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
রোববার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।