রাজশাহী সদর দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলমবিরতি
স্টাফ রিপোর্টার: রাজশাহী সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শামীম রেজা হিটলারের ওপর হামলা চালিযেছে দুর্বৃত্তরা। হিটলারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজশাহী সদর দলিল লেখক সমিতি অনির্দিষ্টকালের জন্য কলমবিরতির ডাক দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দলিল লেখক সমিতির কার্যালয়ের সামনে ৪-৫ জন দুর্বৃত্ত শামীম রেজা হিটলারের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে হিটলারের মাথার পেছনে আঘাত করে। একপর্যায়ে হিটলারের সহকর্মীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় দুপুরে রাজশাহী সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক, সদর দলিল লেখক সমিতির সহসভাপতি পিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকাতুল্লাহ মলার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ পারভেজ জুয়েল, প্রচার সম্পাদক শামীম হাসান, আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, দফতর সম্পাদক আতিকুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর দলিল লেখক সমিতির সভাপতি মহিদুল হক বলেন, দলিল লেখক সমিতির নেতা হিটলারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত কলমবিরতি অব্যাহত থাকবে এবং দলিল রেজিস্ট্রি কার্যক্রম চলবে না।
এ ব্যাপারে রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হামলার শিকার দলিল লেখক শামীম রেজা হিটলারের মা মুক্তা শারমীন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। হামলার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।