রাজশাহী মেট্রপলিটন পুলিশের ৭ টি থানার ওসি রদবদল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৭ টি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবির স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জনান, বদলিকৃত থানার মধ্যে শাহমখদুম, চন্দ্রিমা, বেলপুকুর, বিশ্ববিদ্যালয়, মহানগর গোয়েন্দা শাখার-২ ওসি এ ছাড়া ওয়ান স্টফ সার্ভিস অফিসার ইনচার্জদের মধ্যে রদবদল করা হয়েছে।
চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির ও শাহমখদুম থানার ওসি মাসুদ রানাকে মহানগর গোয়েন্দা শাখায়, বেলপুকুর থানার ওসি শেখ মোঃ গোলাম মুস্তফাকে চন্দ্রিমা থানায়, ওয়ান স্টফ সার্ভিস এর ওসি শাইফুল ইসলামকে শাহমখদুম থানায়, বিশ্ববিদ্যালয় ফাঁড়ির অফিসারকে ওয়ান স্টফ সার্ভিসে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি অফিসারদের নাম এবং পুর্বের কর্মস্থল জানা যায়নি।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস আরো জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী এর স্বাক্ষরিত অফিস আদেশ তাদেরকে রথবদল করা হয়েছে। তাদেরকে আগামী ০১ নভেম্বর ২০১৯ তারিখে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার কথা বলা হয়েছে।