রাজশাহী পলিটেকনিক অধ্যক্ষকে পুকুরে ডুবালো ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে পিটিয়ে পুকুরে ডুবিয়েছে ওই পলিটেকনিক শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে পলিটেকনিক ক্যাম্পাসের মধ্যে এ ঘটনা ঘটে।
অকৃতকার্য শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ না দেওয়ায় এ ঘটনা ঘটায় ছাত্রলীগ কর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দেয় ছাত্রলীগকর্মী কামাল হোসেন সৌরভ। এনিয়ে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনায় পলিটেকনিক ইন্সটিটিউটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদ বলেন, অকৃতকার্য শিক্ষার্থী কামাল হোসেন সৌরভ কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী। এছাড়া সৌরভ কখিত ছাত্রীগের কর্মী। সৌরভসহ কয়েকজন সকালে তার (অধ্যক্ষ) অফিস রুমে আসে। এসময় সৌরভ অধ্যক্ষকে জানায় তার কয়েক বিষয়ে ফেল আছে।
এসময় অকৃতকার্য শিক্ষার্থীদের জানানো হয়। এ নিয়ে কোর্স কো-অডিনেটরের সঙ্গে যোগযোগ করতে। পরে তারা অফিস থেকে বরে হয়ে আসে। দুপুরে তারা এই ঘটনা ঘটায়। অধ্যক্ষ আরো বলেন, এবিষয়ে সৌরভকে আসামি করে অজ্ঞাত বাকিদের নামে থানায় মামলা করা হবে। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দেওয়া হবে।
এছাড়া সৌরভ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ শাখার সভাপতি মেহেদী হাসান এর গ্রুপের কর্মী।