রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেফতার -২
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গত মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদক দ্রব উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ নেতৃত্বে এস আই মকবুল হোসেন, পিপিএমসহ থানার সংগীয় অফিসার ফোর্সের সহযোগিতায় ২০ বোতল ফেন্সিডিলসহ আলমগীর হোসেন কালু , সুজন ইসলাম ওরফে সুজরুলকে গ্রেফতার করে । পুলিশের এই মুখপাত্র জানান, অভিযানকালে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।