রাজশাহী নগরীর উপকন্ঠ টাংগনে ফেন্সিডিল জব্দ: পালিয়েছে মাদক ব্যবসায়ী
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর উপকন্ঠ টাংগন পূর্বপাড়া এলাকা অভিযান চালিয়ে ১০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর উপকন্ঠ টাংগন পূর্বপাড়া এলাকা থেকে উক্ত ফেন্সিডিল জব্দ করে জেলা ডিবি’র (ওসি) তদন্ত মোঃ খালিদ ও সঙ্গীয় ফোর্স। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে ফেন্সিডিল ব্যবসায়ী কালোনী ও তাহাব্বর।
জেলা ডিবি’র ওসি (তদন্ত) মোঃ খালিদ বলেন, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে টাংগন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৬ বোতল ফেন্সিডিল জব্দ করি। তবে ফেন্সিডিলের প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী তাহাব্বর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে তাহাব্বরকে পলাতক আসামী দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি তদন্ত।
এদিকে স্থানীয়রা বলেন, ফেন্সিডিল ব্যবসায়ী তাহাব্বর ও কালোনী উভয়েই জব্দকৃত ১০৬ বোতল ফেন্সিডিলের মালিক।