রাজশাহী সংবাদ
রাজশাহী নগরীতে ৬ জুয়াড়ীকে আটক করলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ স্থানীয় ফোন । রাজশাহী নগরীতে ৬ জুয়াড়ীকে আটক করেছে মতিহার থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১০ টার দিকে নগরীর মতিহার থানাধিন ধরমপুর (কেডি ক্লাবের) সামনে থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে এসআই সিদ্দিক, এসআই সাহাবুল ও সঙ্গীয় ফোর্স ।
এ সময় তাদের নিকট থেকে খেলার কার্ড (তাস) জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলো: মতিহার থানাধিন ধরমপুর এলাকার মহব্বত, নিয়াজ, আমিনূল, রাসিজুল, সোহাগ, শাহাদত।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৬ জুয়াড়ীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।